কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

১৬. জানাযা-কাফন-দাফনের অধ্যায়

হাদীস নং: ৩১২৯
আন্তর্জাতিক নং: ৩১৪৩
জানাযা-কাফন-দাফনের অধ্যায়
২১২. মৃত ব্যক্তির গোসল দানের পদ্ধতি।
৩১২৯. আহমদ ইবনে আব্দা ও আবু কামিল (রাহঃ) ..... উম্মু আতিয়্যা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমরা তাঁর [যয়নাব (রাযিঃ)]-এর চুল আঁচড়িয়ে তিন ভাগে বিভক্ত করে বেণী বেঁধে দেই।
كتاب الجنائز
باب كَيْفَ غُسْلُ الْمَيِّتِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ، وَأَبُو كَامِلٍ - بِمَعْنَى الإِسْنَادِ - أَنَّ يَزِيدَ بْنَ زُرَيْعٍ، حَدَّثَهُمْ حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ حَفْصَةَ، أُخْتِهِ عَنْ أُمِّ عَطِيَّةَ، قَالَتْ مَشَطْنَاهَا ثَلاَثَةَ قُرُونٍ .
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)