কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

১৬. জানাযা-কাফন-দাফনের অধ্যায়

হাদীস নং: ৩১৯৬
আন্তর্জাতিক নং: ৩২১০
জানাযা-কাফন-দাফনের অধ্যায়
২৪৫. মুর্দা রাখার জন্য কতজন কবরে প্রবেশ করবে।
৩১৯৬. মুহাম্মাদ ইবনে সাব্বাহ (রাহঃ) .... আবু মারহাব (রাযিঃ) থেকে বর্ণিত। আব্দুর রহমান ইবনে আওফ (রাযিঃ) নবী (ﷺ)-এর কবরে অবতরণ করেছিলেন।

রাবী মারহাব বলেনঃ আমি এখনও তাঁদের চারজনকে দেখছি, অর্থাৎ আলী (রাযিঃ), ফযল ইবনে আব্বাস (রাযিঃ), উসামা (রাযিঃ) এবং আব্দুর রহমান ইবনে আওফ (রাযিঃ)-কে।
كتاب الجنائز
باب كَمْ يَدْخُلُ الْقَبْرَ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنِ ابْنِ خَالِدٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ أَبِي مُرَحَّبٍ، أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ عَوْفٍ، نَزَلَ فِي قَبْرِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ كَأَنِّي أَنْظُرُ إِلَيْهِمْ أَرْبَعَةً .
tahqiqতাহকীক:তাহকীক চলমান
rabi
বর্ণনাকারী: