কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

১৭. শপথ ও মান্নতের বিধান

হাদীস নং: ৩২৮৯
আন্তর্জাতিক নং: ৩২৮৫
শপথ ও মান্নতের বিধান
২৯৩. শপথ করার পর ইনশাআল্লাহ্ বলা।
৩২৮৯. কুতায়বা ইবনে সাঈদ (রাহঃ) ..... ইকরিমা (রাহঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ আল্লাহর শপথ! আমি কুরাইশদের বিরুদ্ধে জিহাদ করব। আল্লাহর শপথ! আমি কুরাইশদের বিরুদ্ধে জিহাদ করব। আল্লাহর শপথ! আমি কুরাইশদের বিরুদ্ধে জিহাদ করব। অবশেষে তিনি বলেনঃ ইনাশা আল্লাহ অর্থাৎ আল্লাহ যদি চান।
كتاب الأيمان والنذور
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا شَرِيكٌ، عَنْ سِمَاكٍ، عَنْ عِكْرِمَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ : " وَاللَّهِ لأَغْزُوَنَّ قُرَيْشًا، وَاللَّهِ لأَغْزُوَنَّ قُرَيْشًا، وَاللَّهِ لأَغْزُوَنَّ قُرَيْشًا " . ثُمَّ قَالَ : " إِنْ شَاءَ اللَّهُ " . قَالَ أَبُو دَاوُدَ : وَقَدْ أَسْنَدَ هَذَا الْحَدِيثَ غَيْرُ وَاحِدٍ عَنْ شَرِيكٍ عَنْ سِمَاكٍ عَنْ عِكْرِمَةَ عَنِ ابْنِ عَبَّاسٍ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
rabi
বর্ণনাকারী: