কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

২৩. রোগব্যধি ও চিকিৎসা-তাদবীর

হাদীস নং: ৩৮৪৬
আন্তর্জাতিক নং: ৩৮৮৬
রোগব্যধি ও চিকিৎসা-তাদবীর
১৮. ঝাঁড়-ফুক সম্পর্কে।
৩৮৪৬. আহমদ ইবনে সালিহ (রাহঃ) .... আওফ ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমরা জাহিলী যুগে ঝাড়-ফুঁক করতাম। তখন আমরা বলিঃ ইয়া রাসূলাল্লাহ! আপনি একে কিরূপ মনে করেন। তখন তিনি বলেনঃ তোমরা তা আমার সামনে পেশ কর। কেননা যখন মন্ত্রের মধ্যে শিরকের কিছু থাকবে না, তখন তা করাতে কোন ক্ষতি নেই।
كتاب الطب
باب فِي الرُّقَى
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي مُعَاوِيَةُ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ جُبَيْرٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَوْفِ بْنِ مَالِكٍ، قَالَ كُنَّا نَرْقِي فِي الْجَاهِلِيَّةِ فَقُلْنَا يَا رَسُولَ اللَّهِ كَيْفَ تَرَى فِي ذَلِكَ فَقَالَ " اعْرِضُوا عَلَىَّ رُقَاكُمْ لاَ بَأْسَ بِالرُّقَى مَا لَمْ تَكُنْ شِرْكًا " .
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)