কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

২৭. পোশাক-পরিচ্ছদের ইসলামী বিধান

হাদীস নং: ৪০০০
আন্তর্জাতিক নং: ৪০৪২
পোশাক-পরিচ্ছদের ইসলামী বিধান
৭. রেশমী পোশাক পরিধান সম্পর্কে।
৪০০০. মুসা ইবনে ইসমাঈল (রঃ) .... আবু উছমান নাহদী (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ উমর (রাযিঃ) উতবা ইবনে ফারহাদ (রাযিঃ)-কে লেখেন যে নবী (ﷺ) রেশমী বস্ত্র পরিধান করতে নিষেধ করেছেন। তবে দুই, তিন বা চার আঙ্গুল পরিমাণ ব্যবহারে কোন ক্ষতি নেই।
كتاب اللباس
باب مَا جَاءَ فِي لُبْسِ الْحَرِيرِ
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، حَدَّثَنَا عَاصِمٌ الأَحْوَلُ، عَنْ أَبِي عُثْمَانَ النَّهْدِيِّ، قَالَ كَتَبَ عُمَرُ إِلَى عُتْبَةَ بْنِ فَرْقَدٍ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَهَى عَنِ الْحَرِيرِ إِلاَّ مَا كَانَ هَكَذَا وَهَكَذَا أُصْبُعَيْنِ وَثَلاَثَةً وَأَرْبَعَةً .