কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

২৭. পোশাক-পরিচ্ছদের ইসলামী বিধান

হাদীস নং: ৪০১৬
আন্তর্জাতিক নং: ৪০৬০
পোশাক-পরিচ্ছদের ইসলামী বিধান
১১. মহিলাদের খালিস রেশমী বস্ত্র পরিধান করা।
৪০১৬ হুদবা ইবনে খালিদ (রাহঃ) .... কাতাদা (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা আমি আনাস ইবনে মালিক (রাযিঃ)-কে জিজ্ঞাসা করিঃ নবী (ﷺ) কোন ধরনের পোশাক অধিক প্রিয় ছিল? অথবা তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) কোন ধরনের পোশাক পছন্দ করতেন? তিনি বলেনঃ “হিবারা” অর্থাৎ ইয়ামানের তৈরী সবুজ ডোরা বিশিষ্ট চাদর।
كتاب اللباس
باب فِي الْحَرِيرِ لِلنِّسَاءِ
حَدَّثَنَا هُدْبَةُ بْنُ خَالِدٍ الأَزْدِيُّ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، قَالَ قُلْنَا لأَنَسٍ - يَعْنِي ابْنَ مَالِكٍ - أَىُّ اللِّبَاسِ كَانَ أَحَبَّ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَوْ أَعْجَبَ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ الْحِبَرَةُ .
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)