কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
২৯. আংটি ব্যবহারের বিধান
হাদীস নং: ৪১৮৫
আন্তর্জাতিক নং: ৪২৩৩
আংটি ব্যবহারের বিধান
৭. সোনা দিয়ে দাঁত বাঁধানো সম্পর্কে।
৪১৮৫. হাসান ইবনে আলী (রাহঃ) ..... আরফাজা ইবনে আসআদ (রাযিঃ) থেকে অন্য বর্ণনায় এরূপ উল্লেখ করা হয়েছে। ইয়াযীদ (রাহঃ) বলেনঃ আমি আশহাব (রাহঃ)-কে জিজ্ঞাসা করি যে, আব্দুর রহমান ইবনে তুরফা (রাহঃ)-এর, তার দাদা আরফাজা (রাযিঃ)-এর সাথে কি দেখা হয়েছিল? তিনি বলেনঃ হ্যাঁ।
كتاب الخاتم
باب مَا جَاءَ فِي رَبْطِ الأَسْنَانِ بِالذَّهَبِ
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، وَأَبُو عَاصِمٍ قَالاَ حَدَّثَنَا أَبُو الأَشْهَبِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ طَرَفَةَ، عَنْ عَرْفَجَةَ بْنِ أَسْعَدَ، بِمَعْنَاهُ . قَالَ يَزِيدُ قُلْتُ لأَبِي الأَشْهَبِ أَدْرَكَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ طَرَفَةَ جَدَّهُ عَرْفَجَةَ قَالَ نَعَمْ .
বর্ণনাকারী: