কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
৩২. যুদ্ধ-বিগ্রহ ও কিয়ামতের বর্ণনা
হাদীস নং: ৪২৮০
আন্তর্জাতিক নং: ৪৩৩১
 যুদ্ধ-বিগ্রহ ও কিয়ামতের বর্ণনা
১৬. ইবনে সাইয়াদ সম্পর্কে।
৪২৮০. ইবনে মুআয (রাহঃ) .... মুহাম্মাদ ইবনে মুনকাদির থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি জাবির ইবনে আব্দুল্লাহ (রাযিঃ)-কে আল্লাহর নামে এরূপ শপথ করতে দেখেছি যে, ইবনে সাইয়াদ-ই প্রকৃত দাজ্জাল। তখন আমি তাঁকে বলিঃ আপনি কি এ কথার উপর আল্লাহর শপথ করেন? তিনি বলেনঃ আমি উমর (রাযিঃ)-কে এ ব্যাপারে রাসূলুল্লাহ (ﷺ) নিকট শপথ করতে শুনেছি। অথচ তিনি (নবী (ﷺ)) তা অস্বীকার করেন নি।
كتاب الملاحم
باب فِي خَبَرِ ابْنِ صَائِدٍ
حَدَّثَنَا ابْنُ مُعَاذٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، قَالَ رَأَيْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ يَحْلِفُ بِاللَّهِ أَنَّ ابْنَ صَائِدٍ الدَّجَّالُ، فَقُلْتُ تَحْلِفُ بِاللَّهِ فَقَالَ إِنِّي سَمِعْتُ عُمَرَ يَحْلِفُ عَلَى ذَلِكَ عِنْدَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَلَمْ يُنْكِرْهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم .