আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
২৪- রোযার অধ্যায়
হাদীস নং: ১৮৭৭
আন্তর্জাতিক নং: ২০০৩
- রোযার অধ্যায়
১২৫১. আশুরার দিনে রোযা পালন করা।
১৮৭৭। আব্দুল্লাহ ইবনে মাসলামা (রাহঃ) ......... হুমায়দ ইবনে আব্দুর রহমান (রাহঃ) থেকে বর্ণিত, যে বছর মুআবিয়া (রাযিঃ) হজ্জ করেন সে বছর আশূরার দিনে (মসজিদে নববীর) মিম্বরে তিনি (রাবী) তাঁকে বলতে শুনেছেন যে, হে মদীনাবাসিগণ! তোমাদের আলিমগণ কোথায়? আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি যে, আজকে আশূরার দিন, আল্লাহ তাআলা এর রোযা তোমাদের উপর ফরয করেননি বটে, তবে আমি (আজ) রোযা পালন করছি। যার ইচ্ছা সে রোযা পালন করুক, যার ইচ্ছা সে পালন না করুক।
كتاب الصوم
باب صِيَامِ يَوْمِ عَاشُورَاءَ
2003 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّهُ سَمِعَ مُعَاوِيَةَ بْنَ أَبِي سُفْيَانَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، يَوْمَ عَاشُورَاءَ عَامَ حَجَّ عَلَى المِنْبَرِ يَقُولُ: يَا أَهْلَ المَدِينَةِ أَيْنَ عُلَمَاؤُكُمْ؟ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «هَذَا يَوْمُ عَاشُورَاءَ وَلَمْ يَكْتُبِ اللَّهُ عَلَيْكُمْ صِيَامَهُ، وَأَنَا صَائِمٌ، فَمَنْ شَاءَ، فَلْيَصُمْ وَمَنْ شَاءَ، فَلْيُفْطِرْ»