কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
৩৫. সুন্নাহের গুরুত্ব ও আকাঈদ অধ্যায়
হাদীস নং: ৪৫৪৬
আন্তর্জাতিক নং: ৪৬২৩
 সুন্নাহের গুরুত্ব ও আকাঈদ অধ্যায়
৬. সুন্নতের অনুসরণ করা জরুরী।
৪৫৪৬. ইবনে মুছান্না (রাহঃ) .... কুররা ইবনে খালিদ (রাহঃ) আমাদের এরূপ বলতেনঃ হে যুবকেরা! তোমরা হাসান (রাহঃ)-কে কাদরীয়া মতবাদের অনুসারী মনে করো না। তাঁর অভিমত আহলে সুন্নতুল জামাআতের অনুরূপ এবং সঠিক।
كتاب السنة
باب فِي لُزُومِ السُّنَّةِ
حَدَّثَنَا ابْنُ الْمُثَنَّى، أَنَّ يَحْيَى بْنَ كَثِيرٍ الْعَنْبَرِيَّ، حَدَّثَهُمْ قَالَ كَانَ قُرَّةُ بْنُ خَالِدٍ يَقُولُ لَنَا يَا فِتْيَانُ لاَ تُغْلَبُوا عَلَى الْحَسَنِ فَإِنَّهُ كَانَ رَأْيُهُ السُّنَّةَ وَالصَّوَابَ .
বর্ণনাকারী: