কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

৩৫. সুন্নাহের গুরুত্ব ও আকাঈদ অধ্যায়

হাদীস নং: ৪৫৪৯
আন্তর্জাতিক নং: ৪৬২৬
সুন্নাহের গুরুত্ব ও আকাঈদ অধ্যায়
৬. সুন্নতের অনুসরণ করা জরুরী।
৪৫৪৯. হিলাল ইবনে বিশর (রাহঃ) .... উছমান বাততী (রাহঃ) বলেনঃ হাসান (রাহঃ) যখনই কোন আয়াতের তাফসীর করেছেন, তখনই তাকদীরকে প্রতিষ্ঠিত করেছেন।
كتاب السنة
باب فِي لُزُومِ السُّنَّةِ
حَدَّثَنَا هِلاَلُ بْنُ بِشْرٍ، قَالَ حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُثْمَانَ، عَنْ عُثْمَانَ الْبَتِّيِّ، قَالَ مَا فَسَّرَ الْحَسَنُ آيَةً قَطُّ إِلاَّ عَلَى الإِثْبَاتِ .
tahqiqতাহকীক:তাহকীক চলমান
rabi
বর্ণনাকারী: