কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
৩৬. ইসলামী শিষ্টাচারের অধ্যায়
হাদীস নং: ৪৭৯১
আন্তর্জাতিক নং: ৪৮৬৭
ইসলামী শিষ্টাচারের অধ্যায়
৩৫. এক পায়ের উপর অন্য পা রাখা সম্পর্কে।
৪৭৯১. কা’নামী (রাহঃ) ......... সাঈদ ইবনে মুসায়্যাব (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ উমর ইবনে খাত্তাব (রাযিঃ) এবং উছমান ইবনে আফফান (রাযিঃ) এরূপ করতেন। (অর্থাৎ সতর আলগা হয়ে যাওয়ার আশঙ্কা না থাকলে, এভাবে শোয়াতে দোষ নেই।
كتاب الأدب
باب فِي الرَّجُلِ يَضَعُ إِحْدَى رِجْلَيْهِ عَلَى الأُخْرَى
حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ، رضى الله عنه وَعُثْمَانَ بْنَ عَفَّانَ كَانَا يَفْعَلاَنِ ذَلِكَ .