আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৩- উযূর অধ্যায়

হাদীস নং: ১৯২
আন্তর্জাতিক নং: ১৯২
- উযূর অধ্যায়
১৩৯। একবার মাথা মাসাহ্‌ করা
১৯২। উহাইব (রাহঃ) সূত্রে মুসা (রাহঃ) আব্দুল্লাহ ইবনে যায়দ (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, মাথা একবার মাসাহ্‌ করেন।
كتاب الوضوء
باب مَسْحِ الرَّأْسِ مَرَّةً
192 - وحَدَّثَنَا مُوسَى قَالَ: حَدَّثَنَا وُهَيْبٌ قَالَ: مَسَحَ رَأْسَهُ مَرَّةً
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
সহীহ বুখারী - হাদীস নং ১৯২ | মুসলিম বাংলা