কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

৩৬. ইসলামী শিষ্টাচারের অধ্যায়

হাদীস নং: ৪৮৭৬
আন্তর্জাতিক নং: ৪৯৬০
ইসলামী শিষ্টাচারের অধ্যায়
৬৮. খারাপ নাম পরিবর্তন করে ভাল নাম রাখা সম্পর্কে।
৪৮৭৬. আবু বকর ইবনে আবি শাঈবা (রাহঃ) ..... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আমি যদি জীবিত থাকি, তবে ইনশা-আল্লাহ আমার উম্মতদের নাম- নাফি, আফলাহ এবং বরকত রাখতে নিষেধ করবো।

রাবী আ’মাশ (রাহঃ) বলেনঃ আমার মনে নেই, রাবী আবু সুফিয়ান (রাহঃ) নাফে নামটি উচ্চারণ করেছিলেন কিনা। কেননা, কেউ যদি জিজ্ঞাসা করেঃ এখানে বরকত আছে কি? আর কেউ বলেঃ না; (তবে এটা শুনতে ভাল লাগে না।)

ইমাম আবু দাউদ (রাহঃ) বলেনঃ এ হাদীস যুবাইর (রাহঃ) জাবির (রাযিঃ) থেকে, তিনি নবী করীম (ﷺ) থেকে এরূপই বর্ণনা করেছেন। কিন্তু এখানে ’বরকত’ নামের উল্লেখ নেই।
كتاب الأدب
باب فِي تَغْيِيرِ الاِسْمِ الْقَبِيحِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي سُفْيَانَ، عَنْ جَابِرٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنْ عِشْتُ إِنْ شَاءَ اللَّهُ أَنْهَى أُمَّتِي أَنْ يُسَمُّوا نَافِعًا وَأَفْلَحَ وَبَرَكَةَ " . قَالَ الأَعْمَشُ وَلاَ أَدْرِي ذَكَرَ نَافِعًا أَمْ لاَ " فَإِنَّ الرَّجُلَ يَقُولُ إِذَا جَاءَ أَثَمَّ بَرَكَةٌ فَيَقُولُونَ لاَ " . قَالَ أَبُو دَاوُدَ رَوَى أَبُو الزُّبَيْرِ عَنْ جَابِرٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَهُ لَمْ يَذْكُرْ بَرَكَةَ .