কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
৩৬. ইসলামী শিষ্টাচারের অধ্যায়
হাদীস নং: ৫১৩১
আন্তর্জাতিক নং: ৫২২১
ইসলামী শিষ্টাচারের অধ্যায়
১৫৬. গালে চুমা দেয়া- সম্পর্কে।
৫১৩১. আবু বকর ইবনে আবি শাঈবা (রাহঃ) ..... ইয়াস ইবনে দি’ফাল (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি আবু নযরা (রাযিঃ)-কে ইমাম হাসান (রাযিঃ)-এর গালে চুমা দিতে দেখেছি।
كتاب الأدب
باب فِي قُبْلَةِ الْخَدِّ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا الْمُعْتَمِرُ، عَنْ إِيَاسِ بْنِ دَغْفَلٍ، قَالَ رَأَيْتُ أَبَا نَضْرَةَ قَبَّلَ خَدَّ الْحَسَنِ بْنِ عَلِيٍّ
বর্ণনাকারী: