কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ

১. পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ৩১১
আন্তর্জাতিক নং: ৩১১
পবিত্রতা অর্জনের অধ্যায়
মুকীমের তায়াম্মুম
৩১২। রবী ইবনে সুলাইমান (রাহঃ) .... ইবনে আব্বাস (রাযিঃ) এর আযাদকৃত দাস উমায়র থেকে বর্ণিত। তিনি ইবনে আব্বাস (রাযিঃ) কে বলতে শুনেছেন যে, আমি এবং মায়মুনা (রাযিঃ) এর আযাদকৃত গোলাম আব্দুল্লাহ ইবনে ইয়াসার আবু জুহায়ম ইবনে সিম্মা আনসারী (রাযিঃ) এর নিকট গেলাম। আবু জুহায়ম বললেন, রাসূলুল্লাহ (ﷺ) ‘বি’র আল জামাল এর দিক থেকে আসছিলেন, তার সাথে এক ব্যক্তির সাক্ষাত হল। সে তাকে সালাম করল। রাসূলুল্লাহ (ﷺ) সালামের উত্তর দিলেন না। তিনি একটি দেওয়ালের নিকট আসলেন এবং তার চেহারা ও উভয় হাত মাসাহ্‌ করলেন, এরপর সালামের জবাব দিলেন।
كتاب الطهارة
باب التيمم في الحضر
أَخْبَرَنَا الرَّبِيعُ بْنُ سُلَيْمَانَ، قَالَ حَدَّثَنَا شُعَيْبُ بْنُ اللَّيْثِ، عَنْ أَبِيهِ، عَنْ جَعْفَرِ بْنِ رَبِيعَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ هُرْمُزَ، عَنْ عُمَيْرٍ، مَوْلَى ابْنِ عَبَّاسٍ أَنَّهُ سَمِعَهُ يَقُولُ أَقْبَلْتُ أَنَا وَعَبْدُ اللَّهِ بْنُ يَسَارٍ، مَوْلَى مَيْمُونَةَ حَتَّى دَخَلْنَا عَلَى أَبِي جُهَيْمِ بْنِ الْحَارِثِ بْنِ الصِّمَّةِ الأَنْصَارِيِّ فَقَالَ أَبُو جُهَيْمٍ أَقْبَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مِنْ نَحْوِ بِئْرِ الْجَمَلِ وَلَقِيَهُ رَجُلٌ فَسَلَّمَ عَلَيْهِ فَلَمْ يَرُدَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حَتَّى أَقْبَلَ عَلَى الْجِدَارِ فَمَسَحَ بِوَجْهِهِ وَيَدَيْهِ ثُمَّ رَدَّ عَلَيْهِ السَّلاَمَ .
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)