কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ

৩. হায়েয-ইস্তিহাযা-নিফাসের অধ্যায়

হাদীস নং: ৩৫৭
আন্তর্জাতিক নং: ৩৫৭
হায়েয-ইস্তিহাযা-নিফাসের অধ্যায়
হায়জের মুদ্দতের বিবরণ
৩৫৭। মুসা (রাহঃ) ......... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত যে, জাহশের কন্যা সাত বছর যাবত ইস্তিহাযায় আক্রান্ত ছিলেন। তিনি রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট এ বিষয়ে প্রশ্ন করলেন। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ এটা হায়য নয়, বরং এটা শিরার রক্ত এবং তাকে নির্দেশ দিলেন যে, তিনি হায়যের সমপরিমাণ সময়ে নামায আদায় করবেন না। এরপরে তিনি গোসল করবেন এবং নামায আদায় করবেন। তিনি প্রত্যেক নামাযের সময় গোসল করতেন।
كتاب بدء/ بدوّ الحيض والاستحاضة
ذكر الأقراء
أَخْبَرَنَا أَبُو مُوسَى، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ ابْنَةَ جَحْشٍ، كَانَتْ تُسْتَحَاضُ سَبْعَ سِنِينَ فَسَأَلَتِ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ " لَيْسَتْ بِالْحَيْضَةِ إِنَّمَا هُوَ عِرْقٌ " . فَأَمَرَهَا أَنْ تَتْرُكَ الصَّلاَةَ قَدْرَ أَقْرَائِهَا وَحِيضَتِهَا وَتَغْتَسِلَ وَتُصَلِّيَ فَكَانَتْ تَغْتَسِلُ عِنْدَ كُلِّ صَلاَةٍ .
সুনানে নাসায়ী - হাদীস নং ৩৫৭ | মুসলিম বাংলা