কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ

৩. হায়েয-ইস্তিহাযা-নিফাসের অধ্যায়

হাদীস নং: ৩৭৯
আন্তর্জাতিক নং: ৩৭৯
হায়েয-ইস্তিহাযা-নিফাসের অধ্যায়
ঋতুবতীর ভুক্তাবশেষ ব্যবহার করা
৩৭৯। মুহাম্মাদ ইবনে মানসুর (রাহঃ) ......... সূরাইয়া (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি আয়িশা (রাযিঃ) কে বলতে শুনেছি, রাসূলুল্লাহ (ﷺ) আমাকে পানপাত্র দিতেন তখন আমি তা থেকে পান করতাম, অথচ তখন আমি ছিলাম ঋতুবতী। পরে আমি ঐ পাত্র তাকে প্রদান করতাম, তখন তিনি আমার মুখ রাখার স্থানটি তালাশ করে সেখানেই মুখ রাখতেন।
كتاب بدء/ بدوّ الحيض والاستحاضة
الانتفاع بفضل الحائض
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَنْصُورٍ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مِسْعَرٍ، عَنِ الْمِقْدَامِ بْنِ شُرَيْحٍ، عَنْ أَبِيهِ، قَالَ سَمِعْتُ عَائِشَةَ، تَقُولُ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُنَاوِلُنِي الإِنَاءَ فَأَشْرَبُ مِنْهُ وَأَنَا حَائِضٌ ثُمَّ أُعْطِيهِ فَيَتَحَرَّى مَوْضِعَ فَمِي فَيَضَعُهُ عَلَى فِيهِ .
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
সুনানে নাসায়ী - হাদীস নং ৩৭৯ | মুসলিম বাংলা