কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ

৪. গোসল ও তায়াম্মুমের অধ্যায়

হাদীস নং: ৩৯৬
আন্তর্জাতিক নং: ৩৯৬
গোসল ও তায়াম্মুমের অধ্যায়
বদ্ধ পানিতে অপবিত্র ব্যক্তির গোসলে নিষেধাজ্ঞা
৩৯৬। সুলাইমান ইবনে দাউদ ও হারিস ইবনে মিসকিন (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের কেউ যেন বদ্ধ পানিতে জানাবাত অবস্থায় গোসল না করে।
كتاب الغسل والتيمم
باب ذكر نهي الجنب عن الاغتسال في الماء الدائم
أَخْبَرَنَا سُلَيْمَانُ بْنُ دَاوُدَ، وَالْحَارِثُ بْنُ مِسْكِينٍ، قِرَاءَةً عَلَيْهِ وَأَنَا أَسْمَعُ، عَنِ ابْنِ وَهْبٍ، عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ، عَنْ بُكَيْرٍ، أَنَّ أَبَا السَّائِبِ، حَدَّثَهُ أَنَّهُ، سَمِعَ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ يَغْتَسِلْ أَحَدُكُمْ فِي الْمَاءِ الدَّائِمِ وَهُوَ جُنُبٌ "
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
সুনানে নাসায়ী - হাদীস নং ৩৯৬ | মুসলিম বাংলা