কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ

৪. গোসল ও তায়াম্মুমের অধ্যায়

হাদীস নং: ৪১১
আন্তর্জাতিক নং: ৪১১
গোসল ও তায়াম্মুমের অধ্যায়
স্বামী স্ত্রীর একই পাত্র হতে গোসল করা প্রসঙ্গে
৪১১। সুওয়ায়দ ইবনে নসর ও কুতায়বা (রাহঃ) ......... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ (ﷺ) এবং আমি একই পাত্র থেকে গোসল করতাম। আমরা উভয়ে তা থেকে একত্রে পানি নিতাম।
كتاب الغسل والتيمم
باب اغتسال الرجل والمرأة من نسائه من إناء واحد
أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ، عَنْ هِشَامٍ، ح وَأَخْبَرَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَغْتَسِلُ وَأَنَا مِنْ إِنَاءٍ وَاحِدٍ نَغْتَرِفُ مِنْهُ جَمِيعًا . وَقَالَ سُوَيْدٌ قَالَتْ كُنْتُ أَنَا .
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)