কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ

৫. নামাযের অধ্যায়

হাদীস নং: ৪৫৫
আন্তর্জাতিক নং: ৪৫৫
নামাযের অধ্যায়
নামায কিভাবে ফরজ হয়েছে
৪৫৬। কুতায়বা (রাহঃ) ......... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নামায দুই দুই রাকআত করে ফরয করা হয়। কিন্তু সফর অবস্থায় নামায পূর্ববৎ থাকে এবং আবাস অবস্থায় তা বাড়িয়ে দেওয়া হয়।
كتاب الصلاة
باب كيف فرضت الصلاة
أَخْبَرَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنْ صَالِحِ بْنِ كَيْسَانَ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ فُرِضَتِ الصَّلاَةُ رَكْعَتَيْنِ رَكْعَتَيْنِ فَأُقِرَّتْ صَلاَةُ السَّفَرِ وَزِيدَ فِي صَلاَةِ الْحَضَرِ .

হাদীসের ব্যাখ্যা:

হাদীস থেকে প্রমাণিত হয় যে, সফরের হালাতে দু’রাকাতই পূর্ণ নামায। সুতরাং সফরে চার রাকাত পড়ার কোন সুযোগ নেই, বরং নামায কসর করে দু’রাকাত পড়াই আবশ্যক। কেননা, পূর্ণ হওয়ার পরে বাড়তি করার কোন সুযোগ থাকে না।
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)