কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ

৬. নামাযের সময়সূচী

হাদীস নং: ৫৮৬
আন্তর্জাতিক নং: ৫৮৬
নামাযের সময়সূচী
যে সব মুসাফির যোহর ও আসরের নামায একসাথে আদায় করবে।
৫৮৭। কুতায়বা (রাহঃ) ......... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) দ্বি-প্রহরের পূর্বে সফরে রওয়ানা হলে আসর পর্যন্ত যোহরের নামাযকে বিলম্বিত করতেন। তারপর অবতরণ করে উভয় নামায একত্রে আদায় করতেন। দ্বি-প্রহরের পর রওয়ানা হলে যোহরের নামায আদায় করে আরোহণ করতেন।
كتاب المواقيت
الوقت الذي يجمع فيه المسافر بين الظهر والعصر
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا مُفَضَّلٌ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا ارْتَحَلَ قَبْلَ أَنْ تَزِيغَ الشَّمْسُ أَخَّرَ الظُّهْرَ إِلَى وَقْتِ الْعَصْرِ ثُمَّ نَزَلَ فَجَمَعَ بَيْنَهُمَا فَإِنْ زَاغَتِ الشَّمْسُ قَبْلَ أَنْ يَرْتَحِلَ صَلَّى الظُّهْرَ ثُمَّ رَكِبَ .
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)