কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ
৭. আযান - ইকামতের অধ্যায়
হাদীস নং: ৬৪০
আন্তর্জাতিক নং: ৬৪০
আযান - ইকামতের অধ্যায়
দুই মুয়াযযিন একই সময়ে আযান দিবে, না পৃথক পৃথক আযান দেবে।
৬৪১। ইয়াকুব ইবনে ইবরাহীম (রাহঃ) ......... উনায়সা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যখন ইবনে উম্মে মাকতুম (রাযিঃ) আযান দেয়, তখন তোমরা পানাহার কর এবং যখন বিলাল (রাযিঃ) আযান দেয় তখন আর পানাহার করবে না।
كتاب الأذان
هل يؤذنان جميعا أو فرادى
أَخْبَرَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ هُشَيْمٍ، قَالَ أَنْبَأَنَا مَنْصُورٌ، عَنْ خُبَيْبِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَمَّتِهِ، أُنَيْسَةَ قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِذَا أَذَّنَ ابْنُ أُمِّ مَكْتُومٍ فَكُلُوا وَاشْرَبُوا وَإِذَا أَذَّنَ بِلاَلٌ فَلاَ تَأْكُلُوا وَلاَ تَشْرَبُوا " .