কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ
৭. আযান - ইকামতের অধ্যায়
হাদীস নং: ৬৫২
আন্তর্জাতিক নং: ৬৫২
 আযান - ইকামতের অধ্যায়
আযানের শেষ
৬৫৩। সুওয়ায়দ (রাহঃ) ......... আবু মাহযূরা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন যে, আযানের শেষ বাক্য ছিল, لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ
كتاب الأذان
آخر الأذان
أَخْبَرَنَا سُوَيْدٌ، قَالَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ، عَنْ يُونُسَ بْنِ أَبِي إِسْحَاقَ، عَنْ مُحَارِبِ بْنِ دِثَارٍ، قَالَ حَدَّثَنِي الأَسْوَدُ بْنُ يَزِيدَ، عَنْ أَبِي مَحْذُورَةَ، أَنَّ آخِرَ الأَذَانِ، لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ .
বর্ণনাকারী: