কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ
১০. ইমামত - জামাআতের অধ্যায়
হাদীস নং: ৭৮৬
আন্তর্জাতিক নং: ৭৮৬
 ইমামত - জামাআতের অধ্যায়
অধীনস্থের পেছনে শাসকের নামায পড়া।
৭৮৭। মুহাম্মাদ ইবনে মুসান্না (রাহঃ) ......... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত। আবু বকর (রাযিঃ) লোকের ইমাম হয়ে নামায আদায় করলেন আর রাসূলুল্লাহ (ﷺ) ছিলেন তাঁর পেছনের কাতারে।
كتاب الإمامة
صلاة الإمام خلف رجل من رعيته
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ حَدَّثَنَا بَكْرُ بْنُ عِيسَى، - صَاحِبُ الْبُصْرَى - قَالَ سَمِعْتُ شُعْبَةَ، يَذْكُرُ عَنْ نُعَيْمِ بْنِ أَبِي هِنْدٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ، رضى الله عنها أَنَّ أَبَا بَكْرٍ، صَلَّى لِلنَّاسِ وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي الصَّفِّ .