আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৩- উযূর অধ্যায়
হাদীস নং: ২০৪
- উযূর অধ্যায়
১৪৫। উভয় মোজার ওপর মাসাহ্ করা
২০৪। আবু নুআয়ম (রাহঃ) ......... উমাইয়া যামরী (রাযিঃ) থেকে বর্ণনা করেন, তিনি রাসূলুল্লাহ (ﷺ)-কে উভয় মোজার ওপর মাসাহ করতে দেখেছেন।
হারব ও আবান (রাহঃ) ইয়াহয়া (রাহঃ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন।
হারব ও আবান (রাহঃ) ইয়াহয়া (রাহঃ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন।
كتاب الوضوء
باب الْمَسْحِ عَلَى الْخُفَّيْنِ
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ جَعْفَرِ بْنِ عَمْرِو بْنِ أُمَيَّةَ الضَّمْرِيِّ، أَنَّ أَبَاهُ، أَخْبَرَهُ أَنَّهُ، رَأَى النَّبِيَّ صلى الله عليه وسلم يَمْسَحُ عَلَى الْخُفَّيْنِ. وَتَابَعَهُ حَرْبُ بْنُ شَدَّادٍ وَأَبَانُ عَنْ يَحْيَى.
বর্ণনাকারী: