কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ
১১. নামায শুরু করার অধ্যায়
হাদীস নং: ৮৯২
আন্তর্জাতিক নং: ৮৯২
নামায শুরু করার অধ্যায়
দু’পায়ের মধ্যে ফাঁক না রেখে দাঁড়ানো
৮৯৫। আমর ইবনে আলী (রাহঃ) ......... আবু উবাইদা (রাযিঃ) থেকে বর্ণিত যে, আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাযিঃ) এক ব্যক্তিকে উভয় পা মিলিয়ে দাঁড়িয়ে নামায আদায় করতে দেখলেন। তিনি বললেন, এ ব্যক্তি সুন্নতের বিরোধিতা করল। যদি এ ব্যক্তি পদদ্বয়ের মাঝখানে ব্যবধান বা ফাঁক রেখে দাঁড়াতো তাহলে তা উত্তম হতো।
كتاب الافتتاح
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، عَنْ سُفْيَانَ بْنِ سَعِيدٍ الثَّوْرِيِّ، عَنْ مَيْسَرَةَ، عَنِ الْمِنْهَالِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي عُبَيْدَةَ، أَنَّ عَبْدَ اللَّهِ، رَأَى رَجُلاً يُصَلِّي قَدْ صَفَّ بَيْنَ قَدَمَيْهِ فَقَالَ خَالَفَ السُّنَّةَ وَلَوْ رَاوَحَ بَيْنَهُمَا كَانَ أَفْضَلَ .