কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ
১১. নামায শুরু করার অধ্যায়
হাদীস নং: ৯৭৯
আন্তর্জাতিক নং: ৯৭৯
নামায শুরু করার অধ্যায়
আসরের প্রথম দু’রাকআতে কিরাআত।
৯৮২। আমর ইবনে আলী (রাহঃ) ......... জাবির ইবনে সামুরাহ (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) যোহব এবং আসরের নামাযে “ওয়াসসামায়ি যাতিল বুরুজ” এবং “ওয়াসসামায়ি ওয়াত তারিক”- এবং এতদুভয়ের মত সূরা পাঠ করতেন।
كتاب الافتتاح
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، قَالَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ سِمَاكٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَقْرَأُ فِي الظُّهْرِ وَالْعَصْرِ بِالسَّمَاءِ ذَاتِ الْبُرُوجِ وَالسَّمَاءِ وَالطَّارِقِ وَنَحْوِهِمَا .