কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ
১১. নামায শুরু করার অধ্যায়
হাদীস নং: ১০২০
আন্তর্জাতিক নং: ১০২০
 নামায শুরু করার অধ্যায়
সুললিত কণ্ঠে কুরআন পাঠ করা।
১০২৩। আব্দুল জব্বার ইবনে আলা ইবনে আব্দুর জাব্বার (রাহঃ) ......... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) আবু মুসা (রাযিঃ) এর কুরআন পাঠ শ্রবণ করে বললেন, তাঁকে দাউদ (আলাইহিস সালাম) এর সুন্দর স্বর দান করা হয়েছে।
كتاب الافتتاح
أَخْبَرَنَا عَبْدُ الْجَبَّارِ بْنُ الْعَلاَءِ بْنِ عَبْدِ الْجَبَّارِ، عَنْ سُفْيَانَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ سَمِعَ النَّبِيُّ صلى الله عليه وسلم قِرَاءَةَ أَبِي مُوسَى فَقَالَ  " لَقَدْ أُوتِيَ هَذَا مِنْ مَزَامِيرِ آلِ دَاوُدَ عَلَيْهِ السَّلاَمُ " .