আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
২৬- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
হাদীস নং: ২০৭৩
আন্তর্জাতিক নং: ২২১৪
- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
১৩৭৩. এজমালী সম্পত্তি, বাড়িঘর ও আসবাবপত্রের বিক্রয়
২০৭৩. মুসাদ্দাদ (রাহঃ) ......... আব্দুল ওয়াহিদ (রাহঃ) থেকে এটি বর্ণনা করেছেন এবং বলেছেন, যে সম্পদ ভাগ-বাটোয়ারা হয়নি (তাতে শুফআ)। হিশাম (রাহঃ) মামার (রাহঃ) থেকে হাদীস বর্ণনায় মুসাদ্দাদের অনুসরণ করেছেন। আব্দুর্ রাযযাক (রাহঃ) বলেছেন, যে সম্পদ ভাগ-বাটোয়ারা হয়নি, সে সব সম্পদেই (শুফআ রয়েছে)। হাদীসটি আব্দুর্ রহমান ইবনে ইসহাক (রাহঃ) যুহরী (রাহঃ) থেকে বর্ণনা করেছেন।
كتاب البيوع
باب بَيْعِ الأَرْضِ وَالدُّورِ وَالْعُرُوضِ مُشَاعًا غَيْرَ مَقْسُومٍ
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا عَبْدُ الوَاحِدِ، بِهَذَا، وَقَالَ: «فِي كُلِّ مَا لَمْ يُقْسَمْ» ، تَابَعَهُ هِشَامٌ، عَنْ مَعْمَرٍ، قَالَ عَبْدُ الرَّزَّاقِ: «فِي كُلِّ مَالٍ» ، رَوَاهُ عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِسْحَاقَ، عَنِ الزُّهْرِيِّ