কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ

১৩. নামাযে সাহু তথা ভূলের বিধান

হাদীস নং: ১৩৩৩
আন্তর্জাতিক নং: ১৩৩৩
নামাযে সাহু তথা ভূলের বিধান
সালাম ফিরানো এবং ইমামের কিবলার দিক হতে মুসল্লীদের দিকে মুখ ফিরায়ে বসার মধ্যবর্তী সময়ে ইমামের বসা।
১৩৩৬। মুহাম্মাদ ইবনে সালামা (রাহঃ) ......... উম্মে সালামা (রাযিঃ) থেকে বর্ণিত যে, মহিলারা রাসূলুল্লাহ (ﷺ) এর যুগে যখন নামাযের শেষে সালাম ফিরাত, তখন দাঁড়িয়ে যেত এবং রাসূলুল্লাহ (ﷺ) নিজের স্থানে বসে থাকতেন। আর পুরুষদের মধ্যে যারা যারা নামায শেষ করে ফেলত (তারাও বসে থাকত) যখন রাসূলুল্লাহ (ﷺ) দাঁড়াতেন তখন পুরুষরাও দাঁড়িয়ে যেত।
كتاب السهو
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، قَالَ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ يُونُسَ، قَالَ ابْنُ شِهَابٍ أَخْبَرَتْنِي هِنْدُ بِنْتُ الْحَارِثِ الْفِرَاسِيَّةُ، أَنَّ أُمَّ سَلَمَةَ، أَخْبَرَتْهَا أَنَّ النِّسَاءَ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم كُنَّ إِذَا سَلَّمْنَ مِنَ الصَّلاَةِ قُمْنَ وَثَبَتَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَمَنْ صَلَّى مِنَ الرِّجَالِ مَا شَاءَ اللَّهُ فَإِذَا قَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَامَ الرِّجَالُ .
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)