কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ
১৪. জুমআ'র অধ্যায়
হাদীস নং: ১৩৯১
আন্তর্জাতিক নং: ১৩৯১
জুমআ'র অধ্যায়
জুমআর সময়
১৩৯৪। শু’আয়ব ইবনে ইয়ুসূফ (রাহঃ) ......... সালামা ইবনে আকওয়া (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ (ﷺ) এর সঙ্গে জুমআর নামায আদায় করতাম, তারপর ঘরে ফিরে আসতাম, তখনও দেওয়ালের এমন কোন ছায়ার সৃষ্টি হত না, যেখানে বিশ্রাম গ্রহণ করা যেতে পারে।
كتاب الجمعة
وقت الجمعة
أَخْبَرَنَا شُعَيْبُ بْنُ يُوسُفَ، قَالَ أَنْبَأَنَا عَبْدُ الرَّحْمَنِ، عَنْ يَعْلَى بْنِ الْحَارِثِ، قَالَ سَمِعْتُ إِيَاسَ بْنَ سَلَمَةَ بْنِ الأَكْوَعِ، يُحَدِّثُ عَنْ أَبِيهِ، قَالَ كُنَّا نُصَلِّي مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم الْجُمُعَةَ ثُمَّ نَرْجِعُ وَلَيْسَ لِلْحِيطَانِ فَىْءٌ يُسْتَظَلُّ بِهِ .
বর্ণনাকারী: