কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ
১৫. সফরে নামাজ সংক্ষিপ্তকরণ
হাদীস নং: ১৪৪৩
আন্তর্জাতিক নং: ১৪৪৩
 সফরে নামাজ সংক্ষিপ্তকরণ
মক্কায় নামায আদায় করা
১৪৪৬। মুহাম্মাদ ইবনে আব্দুল আলা (রাহঃ) ......... মুসা ইবনে সালামা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ইবনে আব্বাস (রাযিঃ)-কে বললাম, আমি মক্কায় কিভাবে নামায আদায় করব যখন আমি জামাআতে নামায আদায় না করি? তিনি বললেন, দু’রাকআত আদায় করবে, এটাই আবুল কাসেম (ﷺ) এর সুন্নত।
كتاب تقصير الصلاة فى السفر
باب الصلاة بمكة
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الأَعْلَى، فِي حَدِيثِهِ عَنْ خَالِدِ بْنِ الْحَارِثِ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، قَالَ سَمِعْتُ مُوسَى، - وَهُوَ ابْنُ سَلَمَةَ - قَالَ قُلْتُ لاِبْنِ عَبَّاسٍ كَيْفَ أُصَلِّي بِمَكَّةَ إِذَا لَمْ أُصَلِّ فِي جَمَاعَةٍ قَالَ رَكْعَتَيْنِ سُنَّةَ أَبِي الْقَاسِمِ صلى الله عليه وسلم .