আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
২৭- সলম তথা অগ্রিম বেচাকেনার অধ্যায়
হাদীস নং: ২০৯৮
আন্তর্জাতিক নং: ২২৩৯
- সলম তথা অগ্রিম বেচাকেনার অধ্যায়
১৩৮৯. নির্দিষ্ট পরিমাণে সলম করা
২০৯৮. মুহাম্মাদ (রাহঃ) ......... ইবনে আবু নাজীহ (রাহঃ) থেকে নির্দিষ্ট মাপে এবং নির্দিষ্ট ওযনে (সলম করার কথা) বর্ণিত রয়েছে।
كتاب السلم
باب السَّلَمِ فِي كَيْلٍ مَعْلُومٍ
حَدَّثَنَا مُحَمَّدٌ، أَخْبَرَنَا إِسْمَاعِيلُ، عَنْ ابْنِ أَبِي نَجِيحٍ، بِهَذَا: «فِي كَيْلٍ مَعْلُومٍ، وَوَزْنٍ مَعْلُومٍ»