আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
২৭- সলম তথা অগ্রিম বেচাকেনার অধ্যায়
হাদীস নং: ২১০০
আন্তর্জাতিক নং: ২২৪০
- সলম তথা অগ্রিম বেচাকেনার অধ্যায়
১৩৯০. নির্দিষ্ট ওযনে সলম করা
২১০০. আলী ইবনে আব্দুল্লাহ (রাহঃ) ......... ইবনে আবু নাজীহ্ (রাহঃ) সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, সে যেন নির্দিষ্ট মাপে এবং নির্দিষ্ট মেয়াদে সলম করে।
كتاب السلم
باب السَّلَمِ فِي وَزْنٍ مَعْلُومٍ
حَدَّثَنَا عَلِيٌّ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: حَدَّثَنِي ابْنُ أَبِي نَجِيحٍ، وَقَالَ: «فَليُسْلِفْ فِي كَيْلٍ مَعْلُومٍ، إِلَى أَجَلٍ مَعْلُومٍ»