কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ
১৬. চন্দ্র-সূর্য গ্রহণ
হাদীস নং: ১৪৯৫
আন্তর্জাতিক নং: ১৪৯৫
চন্দ্র-সূর্য গ্রহণ
গ্রহণকালীন নামাযে উচ্চস্বরে কিরা’আত না পড়া
১৪৯৮। আমর ইবনে মনসুর (রাহঃ) ......... সামুরা (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) তাদের নিয়ে সূর্য গ্রহণকালীন নামায আদায় করলেন, আমরা (তাতে) তার আওয়াজ শুনিনি।
كتاب الكسوف
باب تَرْكِ الْجَهْرِ فِيهَا بِالْقِرَاءَةِ
أَخْبَرَنَا عَمْرُو بْنُ مَنْصُورٍ، قَالَ حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الأَسْوَدِ بْنِ قَيْسٍ، عَنِ ابْنِ عَبَّادٍ، - رَجُلٌ مِنْ بَنِي عَبْدِ الْقَيْسِ - عَنْ سَمُرَةَ، . أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم صَلَّى بِهِمْ فِي كُسُوفِ الشَّمْسِ لاَ نَسْمَعُ لَهُ صَوْتًا .