আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

২৭- সলম তথা অগ্রিম বেচাকেনার অধ্যায়

হাদীস নং: ২১০৪
আন্তর্জাতিক নং: ২২৪৪ - ২২৪৫
- সলম তথা অগ্রিম বেচাকেনার অধ্যায়
১৩৯১. যার কাছে মূল বস্তু নেই, তার সঙ্গে সলম করা।
২১০৪. ইসহাক ওয়াসিতী (রাহঃ) ......... মুহাম্মাদ ইবনে আবু মুজালিদ (রাহঃ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন এবং তিনি বলেছেন, আমরা তাদের সঙ্গে গম ও যবে সলম করতাম।
আব্দুল্লাহ ইবনুল ওয়ালীদ (রাহঃ) সুফিয়ান (রাহঃ) সূত্রে শায়বানী (রাহঃ)-এর বর্ণনায় রয়েছে এবং যায়তুনে।
كتاب السلم
باب السَّلَمِ إِلَى مَنْ لَيْسَ عِنْدَهُ أَصْلٌ
حَدَّثَنَا إِسْحَاقُ، حَدَّثَنَا خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنِ الشَّيْبَانِيِّ، عَنْ مُحَمَّدِ بْنِ أَبِي مُجَالِدٍ، بِهَذَا وَقَالَ فَنُسْلِفُهُمْ فِي الْحِنْطَةِ وَالشَّعِيرِ.
وَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ الْوَلِيدِ عَنْ سُفْيَانَ حَدَّثَنَا الشَّيْبَانِيُّ وَقَالَ وَالزَّيْتِ.
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)