কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ

১৭. ইস্তিসকার [বৃষ্টি প্রার্থনা ] অধ্যায়

হাদীস নং: ১৫১৪
আন্তর্জাতিক নং: ১৫১৪
ইস্তিসকার [বৃষ্টি প্রার্থনা ] অধ্যায়
(হস্তদ্বয়) কিভাবে উঠাবেন?
১৫১৭। কুতায়বা (রাহঃ) ......... আবিল লাহম (রাহঃ) থেকে বর্ণিত যে, তিনি রাসূলুল্লাহ (ﷺ)-কে “আহযারুযযায়ত” নামক স্থানে ইসতিস্কা করতে দেখে ছিলেন। তখন তিনি হস্তদ্বয় উঠিয়ে দু'আ করছিলেন।
كتاب الاستسقاء
باب كَيْفَ يَرْفَعُ
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ خَالِدِ بْنِ يَزِيدَ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي هِلاَلٍ، عَنْ يَزِيدَ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ عُمَيْرٍ، مَوْلَى آبِي اللَّحْمِ عَنْ آبِي اللَّحْمِ، أَنَّهُ رَأَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عِنْدَ أَحْجَارِ الزَّيْتِ يَسْتَسْقِي وَهُوَ مُقْنِعٌ بِكَفَّيْهِ يَدْعُو .
tahqiqতাহকীক:তাহকীক চলমান
rabi
বর্ণনাকারী: