কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ
২০. দিবারাত্রির নফল নামাযের অধ্যায়
হাদীস নং: ১৭৮৮
আন্তর্জাতিক নং: ১৭৮৮
দিবারাত্রির নফল নামাযের অধ্যায়
যে ব্যক্তি তাহাজ্জুদের নামায আদায় করার নিয়তে বিছানায় এসে ঘুমিয়ে পড়ে
১৭৯১। সুয়ায়দ ইবনে নসর (রাহঃ) ......... আবু দারদা (রাযিঃ) থেকে মউকুফ সূত্রে বর্ণিত।
كتاب قيام الليل وتطوع النهار
باب مَنْ أَتَى فِرَاشَهُ وَهُوَ يَنْوِي الْقِيَامَ فَنَامَ
أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ، عَنْ سُفْيَانَ الثَّوْرِيِّ، عَنْ عَبْدَةَ، قَالَ سَمِعْتُ سُوَيْدَ بْنَ غَفَلَةَ، عَنْ أَبِي ذَرٍّ، وَأَبِي الدَّرْدَاءِ، مَوْقُوفًا .
হাদীসের ব্যাখ্যা:
১৭৮৭ নং হাদীসের ব্যাখ্যা দেখুন।
বর্ণনাকারী: