কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ
২১. জানাযা-কাফন-দাফনের অধ্যায়
হাদীস নং: ১৯৮২
আন্তর্জাতিক নং: ১৯৮২
জানাযা-কাফন-দাফনের অধ্যায়
জানাযায় তাকবীরের সংখ্যা
১৯৮৬। আমর ইবনে আলী (রাহঃ) ......... ইবনে আবী লায়লা (রাযিঃ) থেকে বর্ণিত যে, যায়দ ইবনে আরকাম (রাযিঃ) একবার জানাজার নামায আদায়কালে পাঁচটি তাকবীর বললেন। এবং বললেন যে, রাসূলুল্লাহ (ﷺ) এরকমই তাকবীর বলেছিলেন।*
*ইসলামের প্রথম যুগে তাকবীরের সংখ্যায় মতভেদ ছিল, কিন্তু পরবর্তীতে সর্বসম্মতিক্রমে চারটি তাকবীর নির্ধারিত হয়েছে।
*ইসলামের প্রথম যুগে তাকবীরের সংখ্যায় মতভেদ ছিল, কিন্তু পরবর্তীতে সর্বসম্মতিক্রমে চারটি তাকবীর নির্ধারিত হয়েছে।
كتاب الجنائز
باب عَدَدِ التَّكْبِيرِ عَلَى الْجَنَازَةِ
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ حَدَّثَنِي عَمْرُو بْنُ مُرَّةَ، عَنِ ابْنِ أَبِي لَيْلَى، أَنَّ زَيْدَ بْنَ أَرْقَمَ، صَلَّى عَلَى جَنَازَةٍ فَكَبَّرَ عَلَيْهَا خَمْسًا وَقَالَ كَبَّرَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم .