কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ

২২. রোযার অধ্যায়

হাদীস নং: ২১৫৩
আন্তর্জাতিক নং: ২১৫৩
রোযার অধ্যায়
সাহরী বিলম্বে খাওয়া
২১৫৭। মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ......... যির ইবনে হুবায়স (রাহঃ) বলেন যে, আমি হুযাইফা (রাযিঃ)-এর সাথে সাহরী খেলাম। অতঃপর নামায আদায় করার জন্য বের হলাম। যখন আমরা মসজিদে পৌছে দু’রাকআত নামায আদায় করলাম (ফজরের সুন্নত)। তখনই (জামাআতের) ইকামত বলা হল। উভয়ের মাঝখানে মাত্র অল্প কিছুক্ষণ সময়ের ব্যবধান ছিল।
كتاب الصيام
باب تَأْخِيرِ السَّحُورِ وَذِكْرِ الاِخْتِلاَفِ عَلَى زِرٍّ فِيهِ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ حَدَّثَنَا مُحَمَّدٌ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَدِيٍّ، قَالَ سَمِعْتُ زِرَّ بْنَ حُبَيْشٍ، قَالَ تَسَحَّرْتُ مَعَ حُذَيْفَةَ ثُمَّ خَرَجْنَا إِلَى الصَّلاَةِ فَلَمَّا أَتَيْنَا الْمَسْجِدَ صَلَّيْنَا رَكْعَتَيْنِ وَأُقِيمَتِ الصَّلاَةُ وَلَيْسَ بَيْنَهُمَا إِلاَّ هُنَيْهَةٌ .
tahqiqতাহকীক:তাহকীক চলমান