আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৩১- চাষাবাদ ও বর্গাচাষের অধ্যায়

হাদীস নং: ২১৭৮
আন্তর্জাতিক নং: ২৩২৯
- চাষাবাদ ও বর্গাচাষের অধ্যায়
১৪৫৩. বর্গাচাষে যদি বছর নির্দিষ্ট না করে
২১৭৮। মুসাদ্দাদ (রাহঃ) ....ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) উৎপাদিত ফল কিংবা ফসলের অর্ধেক শর্তে খায়বরের জমি বর্গা দিয়েছিলেন।
كتاب المزارعة/ أبواب الحرث والمزارعة وما جاء فيه
باب إِذَا لَمْ يَشْتَرِطِ السِّنِينَ فِي الْمُزَارَعَةِ
2329 - حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ: حَدَّثَنِي نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: «عَامَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَيْبَرَ بِشَطْرِ مَا يَخْرُجُ مِنْهَا مِنْ ثَمَرٍ أَوْ زَرْعٍ»
بَابٌ
:
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
সহীহ বুখারী - হাদীস নং ২১৭৮ | মুসলিম বাংলা