কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ

২৪. হজ্ব আদায়ের পদ্ধতির বিবরণ

হাদীস নং: ২৯১৭
আন্তর্জাতিক নং: ২৯১৭
হজ্ব আদায়ের পদ্ধতির বিবরণ
কাবায় নামাযের স্থান
২৯২০. আবু আসিম খুশায়শ ইবনে আসরাম নাসাঈ (রাহঃ) ......... আতা (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি ইবনে আব্বাস (রাযিঃ)-কে বলতে শুনেছি যে, উসামা ইবনে যায়দ (রাযিঃ) আমার কাছে বৰ্ণনা করেছেন যে, নবী (ﷺ) কাবায় প্রবেশ করলেন এবং এর চারদিকে দুআ করলেন এবং এর ভিতরে নামায আদায় না করে বের হলেন। যখন তিনি বাইরে আসলেন, তখন দুই রাক'আত নামায আদায় করলেন কাবার সামনে।
كتاب مناسك الحج
مَوْضِعُ الصَّلَاةِ مِنْ الْكَعْبَةِ
أَخْبَرَنَا أَبُو عَاصِمٍ خُشَيْشُ بْنُ أَصْرَمَ النَّسَائِيُّ قَالَ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ قَالَ أَنْبَأَنَا ابْنُ جُرَيْجٍ عَنْ عَطَاءٍ قَالَ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ يَقُولُ أَخْبَرَنِي أُسَامَةُ بْنُ زَيْدٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ الْبَيْتَ فَدَعَا فِي نَوَاحِيهِ كُلِّهَا وَلَمْ يُصَلِّ فِيهِ حَتَّى خَرَجَ مِنْهُ فَلَمَّا خَرَجَ رَكَعَ رَكْعَتَيْنِ فِي قُبُلِ الْكَعْبَةِ