আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৩৬- যুলুম - নির্যাতন ও কিসাসের অধ্যায়

হাদীস নং: ২৩১২
আন্তর্জাতিক নং: ২৪৭৪
- যুলুম - নির্যাতন ও কিসাসের অধ্যায়
১৫৫৪. মালিকের অনুমতি ছাড়া ছিনিয়ে নেয়া। উবাদা (রাযিঃ) বলেন, আমরা নবী (ﷺ)- এর কাছে এ মর্মে বায়আত করেছি যে, আমরা লুটপাট করব না
২৩১২। আদম ইবনে আবু ইয়াস (রাহঃ) .... আদী ইবনে সাবিত (রাহঃ)- এর নানা আব্দুল্লাহ ইবনে ইয়াযীদ আনসারী (রাযিঃ)-কে বলতে শুনেছেন, তিনি বলেন, নবী (ﷺ) লুটতারাজ করতে এবং জীবকে বিকলাঙ্গ করতে নিষেধ করেছেন।
أبواب المظالم و القصاص
باب النُّهْبَى بِغَيْرِ إِذْنِ صَاحِبِهِ وَقَالَ عُبَادَةُ بَايَعْنَا النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ لاَ نَنْتَهِبَ
2474 - حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا عَدِيُّ بْنُ ثَابِتٍ، سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ يَزِيدَ الأَنْصَارِيَّ، - وَهُوَ جَدُّهُ أَبُو أُمِّهِ - قَالَ: «نَهَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ النُّهْبَى وَالمُثْلَةِ»
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)