কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ
৩০. ওছিয়াত সম্পর্কিত অধ্যায়
হাদীস নং: ৩৬৫৪
আন্তর্জাতিক নং: ৩৬৫৪
ওছিয়াত সম্পর্কিত অধ্যায়
মৃতের পক্ষ হতে সাদ্কার ফযীলত
৩৬৫৫. হুসাইন ইবনে ঈসা (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, সা’দ (রাযিঃ) নবী (ﷺ)-কে জিজ্ঞাসা করলেনঃ আমার মাতা ইনতিকাল করেছেন, কিন্তু তিনি কোন ওয়াসিয়াত করে যাননি। আমি কি তার পক্ষ হতে সাদ্কা করবো? তিনি বললেনঃ হ্যাঁ, (করতে পার)।
كتاب الوصايا
فَضْلُ الصَّدَقَةِ عَنْ الْمَيِّتِ
أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ عِيسَى قَالَ أَنْبَأَنَا سُفْيَانُ عَنْ عَمْرٍو عَنْ عِكْرِمَةَ عَنْ ابْنِ عَبَّاسٍ أَنَّ سَعْدًا سَأَلَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ أُمِّي مَاتَتْ وَلَمْ تُوصِ أَفَأَتَصَدَّقُ عَنْهَا قَالَ نَعَمْ