কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ

৩৯. বাঈআতের অধ্যায়

হাদীস নং: ৪১৫৮
আন্তর্জাতিক নং: ৪১৫৮
বাঈআতের অধ্যায়
যুদ্ধ হতে পলায়ন না করার উপর বায়’আত
৪১৫৯. কুতায়বা (রাহঃ) ......... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত যে, আমরা রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট মৃত্যুর উপর বায়’আত গ্রহণ করিনি, বরং আমরা যুদ্ধ হতে পলায়ন না করার উপর বায়’আত গ্রহণ করেছি।
كتاب البيعة
الْبَيْعَةُ عَلَى أَنْ لَا نَفِرَّ
أَخْبَرَنَا قُتَيْبَةُ قَالَ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ أَبِي الزُّبَيْرِ سَمِعَ جَابِرًا يَقُولُ لَمْ نُبَايِعْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الْمَوْتِ إِنَّمَا بَايَعْنَاهُ عَلَى أَنْ لَا نَفِرَّ
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)