আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৩- উযূর অধ্যায়

হাদীস নং: ২৩৮
আন্তর্জাতিক নং: ২৩৮ - ২৩৯
- উযূর অধ্যায়
১৬৬। স্থির পানিতে পেশাব করা
২৩৮। আবুল ইয়ামান (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছেন যে, আমরা শেষে আগমনকারী এবং (কিয়ামত দিবসে) অগ্রগামী।
এ সনদেই তিনি বলেনঃ তোমাদের কেউ যেন স্থির -যা প্রবাহিত নয় এমন- পানিতে কখনো পেশাব না করে। (সম্ভবত) পরে সে আবার তাতে গোসল করবে।
كتاب الوضوء
باب الْبَوْلِ فِي الْمَاءِ الدَّائِمِ
حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، قَالَ أَخْبَرَنَا شُعَيْبٌ، قَالَ أَخْبَرَنَا أَبُو الزِّنَادِ، أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ هُرْمُزَ الأَعْرَجَ، حَدَّثَهُ أَنَّهُ، سَمِعَ أَبَا هُرَيْرَةَ، أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " نَحْنُ الآخِرُونَ السَّابِقُونَ ".
وَبِإِسْنَادِهِ قَالَ: «لاَ يَبُولَنَّ أَحَدُكُمْ فِي المَاءِ الدَّائِمِ الَّذِي لاَ يَجْرِي، ثُمَّ يَغْتَسِلُ فِيهِ»

হাদীসের ব্যাখ্যা:

পান করা, কাপড় ধুয়া এবং অযু-গোসল করাসহ পানি মানুষের বিভিন্ন প্রয়োজনে ব্যবহৃত হয়। সুতরাং আবদ্ধ পানিতে পেশাব করে নাপাক বা ময়লা বানানো এবং পানির উপকার থেকে মানুষকে বঞ্চিত করা কিছুতেই বৈধ হতে পারে না। তাই হানাফী মাযহাবে আবদ্ধ পানিতে পেশাব করা মাকরূহ। (আলমগিরী: ১/৫০) এমনকি প্রবাহমান পানিতেও প্রয়োজন ব্যতীত পেশাব করা থেকে বিরত থাকা উচিত।
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)