কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ

৪৮. সাজসজ্জা-পরিচ্ছন্নতার অধ্যায়

হাদীস নং: ৫০৫৭
আন্তর্জাতিক নং: ৫০৫৭
সাজসজ্জা-পরিচ্ছন্নতার অধ্যায়
বিরতি দিয়ে চিরুণী করা
৫০৫৬. কুতায়বা (রাহঃ) ......... হাসান এবং মুহাম্মাদ (রাহঃ) থেকে বর্ণিত যে, তারা বলেন, চিরুণী করতে হবে বিরতি দিয়ে দিয়ে।
كتاب الزينة
التَّرَجُّلُ غِبًّا
أَخْبَرَنَا قُتَيْبَةُ قَالَ حَدَّثَنَا بِشْرٌ عَنْ يُونُسَ عَنْ الْحَسَنِ وَمُحَمَّدٍ قَالَا التَّرَجُّلُ غِبٌّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
rabi
বর্ণনাকারী: