কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ

৪৮. সাজসজ্জা-পরিচ্ছন্নতার অধ্যায়

হাদীস নং: ৫০৮৮
আন্তর্জাতিক নং: ৫০৮৮
সাজসজ্জা-পরিচ্ছন্নতার অধ্যায়
হলুদ রংের খিযাব
৫০৮৭. মুহাম্মাদ ইবনে আব্দুল আ’লা (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত, নবী (ﷺ) দশটি কাজ অপছন্দ করতেনঃ

১. খালুক ব্যবহার করা;
২. বার্ধক্যের শুভ্রতাকে পরিবর্তন করা;
৩. লুঙ্গি মাটিতে টেনে হেঁচড়ে চলা;
৪. সোনার আংটি পরিধান করা;
৫. দাবা খেলা;
৬. বেগানা পুরুষের সামনে সৌন্দর্য প্রকাশ করা;
৭. মুআওবিযাত (সূরা ফালাক ও সূরা নাস) ব্যতীত অন্য কিছু দ্বারা ঝাড়-ফুক করা;
৮. তাবিজ ঝুলানো; ৯. অপাত্রে বীর্যপাত করা এবং
১০. শিশুর ক্ষতি করা (অর্থাৎ স্তন্যদানকারিণী স্ত্রীর সাথে সহবাস করা। কেননা তখন গর্ভসঞ্চার হলে শিশু দুধ পাবে না)। তবে তিনি একে হারাম করেনি।
كتاب الزينة
الْخِضَابُ بِالصُّفْرَةِ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى قَالَ حَدَّثَنَا الْمُعْتَمِرُ قَالَ سَمِعْتُ الرُّكَيْنَ يُحَدِّثُ عَنْ الْقَاسِمِ بْنِ حَسَّانَ عَنْ عَمِّهِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ حَرْمَلَةَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ أَنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَكْرَهُ عَشْرَ خِصَالٍ الصُّفْرَةَ يَعْنِي الْخَلُوقَ وَتَغْيِيرَ الشَّيْبِ وَجَرَّ الْإِزَارِ وَالتَّخَتُّمَ بِالذَّهَبِ وَالضَّرْبَ بِالْكِعَابِ وَالتَّبَرُّجَ بِالزِّينَةِ لِغَيْرِ مَحَلِّهَا وَالرُّقَى إِلَّا بِالْمُعَوِّذَاتِ وَتَعْلِيقَ التَّمَائِمِ وَعَزْلَ الْمَاءِ بِغَيْرِ مَحَلِّهِ وَإِفْسَادَ الصَّبِيِّ غَيْرَ مُحَرِّمِهِ