কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ
৪৮. সাজসজ্জা-পরিচ্ছন্নতার অধ্যায়
হাদীস নং: ৫১৬০
আন্তর্জাতিক নং: ৫১৬০
সাজসজ্জা-পরিচ্ছন্নতার অধ্যায়
পুরুষদের জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম
৫১৫৯. যিয়াদ ইবনে আইয়্যুব (রাহঃ) ......... আবুশ শায়খ (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ইবনে উমরকে বলতে শুনেছিঃ রাসূলুল্লাহ (ﷺ) স্বর্ণ পরতে নিষেধ করেছেন, তবে সামান্য পরিমাণ হলে ক্ষতি নেই।
كتاب الزينة
تَحْرِيمُ الذَّهَبِ عَلَى الرِّجَالِ
أَخْبَرَنِي زِيَادُ بْنُ أَيُّوبَ قَالَ حَدَّثَنَا عَلِيُّ بْنُ غُرَابٍ قَالَ حَدَّثَنَا بَيْهَسُ بْنُ فَهْدَانَ قَالَ أَنْبَأَنَا أَبُو شَيْخٍ قَالَ سَمِعْتُ ابْنَ عُمَرَ قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ لُبْسِ الذَّهَبِ إِلَّا مُقَطَّعًا قَالَ أَبُو عَبْد الرَّحْمَنِ حَدِيثُ النَّضْرِ أَشْبَهُ بِالصَّوَابِ وَاللَّهُ تَعَالَى أَعْلَمُ